1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন

মাকসুদা রিমার উদ্যোগে হোমনা-তিতাসে কিংবদন্তী জননেতা এম কে আনোয়ারের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে
63

মোহাম্মদ এমরান হোসেন রিটন তিতাস প্রতিনিধি:-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সাবেক অন্যতম সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক কৃষিমন্ত্রী, সাবেক মন্ত্রীপরিষদ সচিব ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য, কিংবদন্তী রাজনীতিবিদ জননেতা মরহুম আলহাজ্ব এম কে আনোয়ার স্যারের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ।

এই দিনে হোমনা, তিতাস ও মেঘনার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করছেন প্রিয় এই নেতাকে। তাঁর অমলিন অবদান, সততা, কর্মনিষ্ঠা ও দেশপ্রেম আজও দলীয় নেতা-কর্মীদের অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

এ উপলক্ষে মরহুম এম কে আনোয়ার স্যারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন মাকসুদা রিমা,
সংসদ সদস্য পদপ্রার্থী, কুমিল্লা-২ (হোমনা-তিতাস)
ও যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

শোকবার্তায় তিনি বলেন,

জননেতা এম কে আনোয়ার স্যার ছিলেন একজন দূরদর্শী প্রশাসক ও সত্যিকারের জননেতা। তাঁর আদর্শ ও দেশপ্রেম আমাদের রাজনীতিতে আলোকবর্তিকা হয়ে থাকবে। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন—এই প্রার্থনা করি।”

হোমনা-তিতাসের সর্বস্তরের বিএনপি নেতাকর্মীরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল, আলোচনা সভা ও নানা কর্মসূচি পালন করছেন।
এদিন স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মাকসুদা রিমা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!