1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

ভালো নির্বাচনের জন্য সংষ্কার জরুরী তাই আগে পরিবেশ তৈরি পরে নির্বাচন -সৈয়দপুরে জামায়াত আমির।

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখন কিসের নির্বাচন? আগে পরিবেশ তৈরি করতে হবে তারপর নির্বাচন। আর এই পরিবেশ তৈরির জন্য সংস্কারের প্রশ্নগুলো উঠেছে। কারণ ভালো নির্বাচনের জন্য সংষ্কার জরুরী।

আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার করা যায় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে। এখানে ‘যদি’র কোনো সুযোগ নেই।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে রংপুরের জনসভায় যাওয়ার সময় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে। সকলের অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।

জামায়াতে ইসলামীর আমির বলেন, জামায়াতে ইসলামি সবসময়ই সহিংসতার বিরুদ্ধে। আমরা সবসময় মব পলিটিক্সের ঘোর বিরোধী। এটা ১৯৭২ সাল থেকে শুরু হয়েছে।

তখন থেকেই আমরা বলে আসছি। আমাদের মধ্যে কোনো মব নাই। দেখবেন এসমস্ত মবে জামায়াতে ইসলামীর কোনো কর্মী-সমর্থক কোথাও জড়িত নাই।

মব বন্ধ করতে সরকারের পাশাপাশি যারা মব করছে তাদের নেতৃবৃন্দকে দায়িত্ব নিতে হবে। নিজ নিজ দলের লোকদের নিয়ন্ত্রণ করতে হবে। তাহলেই একটা স্থিতিশীল পরিবেশ গড়ে উঠবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে তিনি বিকাল ৩টায় আয়োজিত জনসভায় যোগদানের জন্য রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। বিমানবন্দরে স্থানীয় কয়েক শতাধিক নেতাকর্মী তাঁকে শুভেচ্ছা জানান।

এ সময় তার ছিলেন সিনিয়র এ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন।

তারিখ -০৪/০৭/২০২৫ ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!