মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে লিপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।
উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বুড়ির হাট থেকে বেলতলি পাকা সড়কে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
লিপন ইসলাম উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাদুল্যা পাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আনুমানিক সকাল ৯টার দিকে বুড়ির হাট-বেলতলি পাকা সড়কে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন লিপন ইসলাম স্থানীয়রা তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, অজ্ঞাত একটি চার্জার ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত লিপন হয়,
লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইনে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত