মোঃ ফেরদৌস ওয়াহিদ সবুজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥
দিনাজপুরের বীরগঞ্জে মহাসড়কে মাছবাহী পিকআপের ধাক্কায় খোশবুল আলম (৭০) নামে এক প্রাইভেট শিক্ষক নিহত হয়েছেন। রবিবার (১ অক্টোবর) সকালে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের জননী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্ট মেট্রো ন-১১-৮৮০৮ নম্বরের একটি পিকআপ খোশবুল আলমকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত খোশবুল আলম বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রী পড়াতেন এবং এলাকায় প্রাইভেট শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। তার বাড়ি বীরগঞ্জ পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে হলেও জন্মস্থান একই উপজেলার মোহনপুর ইউনিয়নের ভগিরপাড়া গ্রাম। তার বাবা মৃত মহি উদ্দিন।
দশমাইল হাইওয়ে থানার এসআই আনোয়ারুল ইসলাম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক পিকআপ আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। গাড়িটি থানার হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় মামলা হয়েছে।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।