মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ ভ্যানগাড়ির ওপর বেপরোয়া ট্রাক্টর উলটে পড়ে শিশু কিশোরসহ দু'জন নিহত হয়েছেন।
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট গোলাপগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শতগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নহাইল গ্রামের মো: আফজাল হোসেনের ছেলে আবু সাইদ (৫), ভোগনগর ইউনিয়নের কলকুঠি গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে আনারুল ইসলাম (৫৭)।
এঘটনায় ভোগনগর ইউনিয়নের কুলকুঠি গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী সুলতানা বেগম (৬০) ও একই ইউনিয়নের ভ্যানচালক আব্দুল সালাম (৫২) সহ দু'জন গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,যাত্রী নিয়ে একটি ভ্যান কবিরাজহাট থেকে গোলাপগঞ্জ দিকে আসছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই বেপরোয়া ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপরে উলটে পড়ে। এতে ঘটনাস্থলেই পথচারী আনারুল ইসলাম এবং আবু সাঈদ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নিহত হন। বীরগঞ্জ থানার পুলিশ ফোর্স লাশ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে শিশু সাঈদ নিহত হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ঘটনার পরই চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত