1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

বীরগঞ্জে নিখোঁজের ৮ ঘণ্টা পর নদী থেকে শিশুকন্যার লাশ উদ্ধার।

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

মো: ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টা পর মুশফিকা জান্নাত (৮) নামে এক শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাদুল্লাপাড়া এলাকার ঢেপা নদী থেকে তার মরদেহ পাওয়া যায়। মুশফিকা নিজপাড়া ইউনিয়নের কল্যাণী গুচ্ছ গ্রামের মাসুদ রানার মেয়ে।

শিশুটির চাচা তরিকুল ইসলাম জানান, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে প্রতিবেশী শিশুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় মুশফিকা। পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরে নৌকা নিয়ে নদীতে খুঁজতে গিয়ে রাত সাড়ে ১২টার দিকে সাদুল্লাপাড়া এলাকায় মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে দাফন সম্পন্ন করা হয়।

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মসলেম উদ্দিন বলেন, খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালালেও শিশুটিকে পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে তারা লাশ উদ্ধার করেছে।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, শিশুকন্যার পানিতে ডুবে মৃত্যুর বিষয়ে তিনি অবগত নন। তবে নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!