মো: ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ (দিনাজপুর প্রতিনিধি):
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দক্ষিণ নিজপাড়ায় এক অসুস্থ বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে নিজ বাড়ির গোয়াল ঘরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের নাম শিবু রঞ্জন মল্লিক (৮৫)। তিনি স্বর্গীয় নগেন্দ্র লাল মল্লিকের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, শিবু রঞ্জন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
ঘটনার সময় তার স্ত্রী মোবাইল ফোনে কথা বলার জন্য বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে বৃদ্ধ নিজ বসতবাড়ির গোয়াল ঘরে ঢুকে বাঁশের তীরে রশি বেঁধে গলায় ফাঁস দেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।”
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত