1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

বীরগঞ্জে গলায় ফাঁ’স দিয়ে গৃহবধূর আ”ত্ন;হত্যা

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে
33

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের

বীরগঞ্জে দিন দিন বেড়েই চলেছে আত্মহত্যার প্রবণতা। এতে লাশ উদ্ধার নিয়ে বিভ্রান্তের শিকার হচ্ছে পুলিশ। একদিনের ব্যবধানে গলায় ফাঁস দিয়ে পুজা রায় (জুই) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৩০ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া খিজিরপাড়া এলাকায়। পুজা রায় জুই ( ১৯) ওই এলাকার প্রমোদ চন্দ্র রায় (মানিক) এর স্ত্রী।
পুলিশ ও স্বজন সুত্রে জানা যায়, রবিবার সকালে বাড়িতে কেউ না থাকায় নিজ শয়ন ঘরে বাঁশের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে পূজা রায়। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে। ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস বিষয়টি নিশ্চিত করেছেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল গফুর বলেন,গৃহবধূ পূজা রায়ের মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে প্রেরন হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!