
রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬৮ লাখ ৩৮ হাজার টাকার ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও শাল জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) ভোররাতে আনুমানিক ০০৪০ ঘটিকায় আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্তের প্রায় ৮ কিলোমিটার অভ্যন্তরে পালপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি মিনি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ী ও শাল উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ৩৮ হাজার টাকা।
বিজিবি জানায়, আটককৃত মালামাল নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হবে। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।