1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

বিজিবি’র বিশেষ অভিযানে কুমিল্লা সীমান্তে কোটি টাকার মালামাল ও ট্রাক জব্দ

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
71

মোঃ জহির হোসেন,

 

​কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল এবং একটি ট্রাক জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা।
​শুক্রবার সকালে বিবিরবাজার বিওপির আওতাধীন সূর্যনগর এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।

১০ বিজিবি সূত্রে জানা গেছে, নিয়মিত সীমান্ত সুরক্ষা ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ০৮:৩০ ঘটিকায় কটকবাজার পোস্টের একটি বিশেষ টহল দল অভিযানে নামে। টহল দলটি সীমান্তের ০৪ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে সূর্যনগর নামক স্থানে অবস্থান নেয়। এসময় একটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল পাওয়া যায়।

বিজিবি জানিয়েছে, অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে:
​বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় বাজি,​ রেডবুল (এনার্জি ড্রিংক)।
​ডাবর আমলা তেল এবং ​পণ্য পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক।

​১০ বিজিবি’র হিসাব অনুযায়ী, জব্দকৃত ট্রাক ও মালামালের সর্বমোট বাজারমূল্য ১,১৫,০০,৮৫০ (এক কোটি পনেরো লক্ষ আটশত পঞ্চাশ) টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের এই কঠোর নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালসমূহ প্রচলিত বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!