মোহাম্মদ এমরান হোসেন রিটন মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি -
কুমিল্লা মেঘনা উপজেলায় প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌশমি আক্তারে’র সভাপতিত্বে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, ১৪ডিসেম্বর বিকালে–উপজেলার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ।
১৪ ডিসেম্বর বিকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা সভা। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস – সকালে সরকারি-বেসরকারি সব দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন, সরকারি ভবনে আলোকসজ্জা, ৩১ বার তোপধ্বনি, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত