
ডেক্স রিপোর্ট
বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের প্রায় ৮০ শতাংশ স্থানেই কাঁটাতারের বেড়া বসানো হয়েছে বলে দাবি করেছে ভারত। এর পাশাপাশি পাকিস্তান সীমান্তের ৯৩ শতাংশ এলাকায়ও কাঁটাতার বসানো হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির গণমাধ্যম বলছে, সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা জোরদার ও অনুপ্রবেশ ঠেকাতে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্তের বড় অংশে কাঁটাতার বসানো হয়েছে। গেলো মঙ্গলবার লোকসভায় দেয়া এক লিখিত উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিত্যানন্দ রাই জানান, বাংলাদেশের সঙ্গে প্রায় পাঁচ হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে ভারতের। এর মধ্যে সাড়ে তিন হাজার কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া বসানো হয়েছে।
এছাড়া পাকিস্তান সীমান্তের প্রায় আড়াই হাজার কিলোমিটার সীমান্তে বেড়া দিয়েছে। পাশাপাশি মিয়ানমার সীমান্তে বেড়া নির্মাণের কাজ শুরু করেছে। লোকসভা অধিবেশনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতে অনুপ্রবেশকারীদের ঠেকানো এবং জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত রাখতে সীমান্ত এলাকায় কড়াকড়ি আরোপকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
বাংলাদেশ পাকিস্তান ছাড়াও নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, চীন, মালদ্বীপ-এই আট দেশের সঙ্গে স্থল ও জলসীমান্ত আছে ভারতের।