
কুমিল্লা-২ আসনে স্থানীয় ত্যাগী প্রার্থীকে মনোনয়নের আহ্বান
মোহাম্মদ এমরান হোসেন রিটন হোমনা (কুমিল্লা) প্রতিনিধি ॥
বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, কুমিল্লা জেলার হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান, হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং হোমনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের প্রথম ভিপি অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা।
সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম এম কে আনোয়ার সাহেবের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে কর্মসূচির সূচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল হক জহর, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রুহুল ইসলাম মনি, হোমনা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দিন সরকার, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আতাউল্লাহ আতাউর, হোমনা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল মুন্সী, শাহ পরান, আল আমীন, হোমনা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, সাইদুল ইসলাম ও মামুন মিয়া, হোমনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. নাইম ইসলাম, রামকৃষ্ণ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী সরকার, হোমনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম রাসেল, সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সোহেল রানা অন্তর, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম পিয়াস এবং ভাসানিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল সরকারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা বলেন,
> “হোমনা-তিতাসের মানুষ চায় এলাকার ত্যাগী ও জনপ্রিয় নেতাকে মনোনয়ন দেওয়া হোক। বহিরাগত যত বড় নেতা হোন না কেন, স্থানীয়রা তা মেনে নেবে না।”
তিনি আরও বলেন,
> “এই আসনে বিএনপির ছয়জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। যাকে দল মনোনয়ন দেবে, আমরা তার পক্ষেই কাজ করবো। তবে কোনো ভাড়াটিয়া বা বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না।”
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-২ আসনে বিএনপির ছয়জন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন—সাবেক প্রধানমন্ত্রীর এপিএস ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম.এ. মতিন খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থী।