1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ স্মরণে বরুড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন।

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে
7

বরুড়া কুমিল্লা প্রতিনিধি:-

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর—মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাত্র দু’দিন আগে—পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর আলবদর-আলশামস পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। স্বাধীন বাংলাদেশের মেধা ও নেতৃত্বকে নিশ্চিহ্ন করতেই শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, লেখকসহ অসংখ্য বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই শোকাবহ স্মৃতির দিন আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।

দিবসটি উপলক্ষে বরুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান জনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরুড়া থানার অফিসার ইনচার্জ আজহার ইসলাম, বরুড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দারসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানবৃন্দ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাঁদের আত্মত্যাগের বিনিময়েই স্বাধীনতা অর্জিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!