বরুড়া উপজেলা প্রতিনিধি:-
কুমিল্লার বরুড়ায় পোম্বাইশ গ্রামে সরকারি জায়গা দখল করে দোকান ও বসত বাড়ি নির্মাণ করেন আবদুল জলিল নামের এক আওয়ামী ফ্যাসিস্ট।
ভূমিদস্যু আবদুল জলিল গ্রামের হাজার হাজার মানুষের জনদূর্ভো করে সরকারি জমি দখল করেন।
এরপ্রতিবাদে (২ আগস্ট) শনিবারসকাল১১.০০ টায় স্থানীয় পোম্বাইশ বাজারে গ্রামের জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পোম্বাইশ গ্রামের কবির হোসেন, মমতাজ উদ্দিন, সোহেল রানা, মানিক মিয়া, আবুল কালাম প্রমুখ।
মমতাজ উদ্দিন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমালে পোম্বাইশ বাজারে আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে সরকারি জায়গা দখল করে বাড়ি ও দোকান নির্মাণ করেন জলিল। এতে করে আমরা গ্রামের সাধারণ মানুষ সহ গাড়ি চলাচল করতে সমস্যা হচ্ছে। এখানে সরকারি জায়গা দখল করে বাড়ি ও দোকান নির্মাণ করার কারণে আমাদের বহু কষ্টে জীবনযাপন করতে হচ্ছে, নিচ্চয় সরকার বা জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন এটা চাইবে না তাই আমাদের অনুরোধ থাকবে দয়া করে সরকারি জায়গা দখল মুক্ত করে পোম্বাইশ গ্রামবাসী সহ এই রাস্তায় চলাচল করার জন্য সাধারণ মানুষকে চলাচল করার উপযোগী করে দিবে।
বক্তারা আরো বলেন, এখানে ব্যক্তির রেষারেষি নাই, জনস্বার্থে আজকের এই মানববন্ধন। এই রাস্তা অনেক বড় ছিল, আমাদের পূর্ব পুরুষ সহ এখানে বয়জেষ্ঠ যারা আছে সবাই দেখেছে, এখানে খাল ছিল, খাল ভরাট করে দু তালা বিল্ডিং সহ দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান করায় পোম্বাইশ বাজারের পূর্ব পাশের অনেক গুলা পরিবার কষ্টে আছেন। একটু বৃষ্টি হলে পানি বন্দী হয়ে যায়, এই রাস্তার পাশে খাল দিয়ে আগে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল। কিন্তু এখন আর হয় না, তাই এখন একটাই দাবি, সরকার সহ কুমিল্লা জেলা প্রশাসক ও বরুড়া উপজেলা প্রশাসন সরকারি জায়গা মুক্ত করে আমাদের এই এলাকার মানুষ কে দুর্ভোগ থেকে মুক্তি দেয়। এদিন মানববন্ধনে এলাকার সর্বসাধারণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত