1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

বরুড়ায় জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্বরণে বৃক্ষ রোপন কর্মসূচি।

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

বরুড়া . এক শহীদ, এক বৃক্ষ’ স্লোগানে জুলাই-আগষ্ট অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে বরুড়ায় ৩জন শহীদের নামে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

– ১৯ -জুলাই শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও বন বিভােেগর আয়োজনে উপজেলা ক্যাম্পাসের মসজিদ সংলগ্ন স্থানে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নু-এমং মারমা মং।
এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাছরিন সুলতানা তনু, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, কুমিল্লা বন বিভাগের কর্মকর্তা ও কোটবাড়ি রেঞ্জার কাজী সাইফুল ইসলাম, সহকারী যুবউন্নয়ন অফিসার মোঃ ইলিয়াস মিয়া, শহীদ মোঃ আল আমীনের বাবা বাবুল মিয়া,ঢাকার রেন্ট এ কার ব্যবসায়ী শহীদ মোঃ তাজুল ইসলাম ভাই মোঃ আবু হানিফ , শহীদ হাফেজ মাসুদুর রহমান মানিকের জেঠাত ভাই সাদ্দাম হোসেন, জুলাই আন্দোলনে আহত চাত্রনেতা মোঃ সাদ সহ বরুড়ায় কর্মরত বিভিন্ন সাংবাদিক বৃন্দ,প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যাক্তি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জুলাই-আগষ্ট অভ্যুত্থানে বরুড়ায় ৩জন শহীদ হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশীয়, ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হচ্ছে। প্রতিটি গাছের সঙ্গে আছে জুলাই শহীদদের স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় দেওয়া রয়েছে। পাশাপাশি ফলকের সঙ্গে একটি কিউআর কোড রয়েছে। এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহীদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে।

তিনি আরও বলেন, এসব বৃক্ষ কালের সাক্ষী হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে জুলাই অভ্যুত্থানের কি হয়েছিল সেই বার্তা পৌঁছে দিবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!