আরাফাত হোসেনঃ নিজস্ব রিপোর্টার
কুমিল্লার বরুড়া উপজেলার ৬টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ভাউকসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসরুর বাড়ি সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন উপস্থিত হয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি সম্প্রতি পবিত্র হজ্ব পালন শেষে দেশে ফিরে নিজ নির্বাচনী এলাকার নেতাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি গালিমপুর, লক্ষ্মীপুর, পয়ালগাছা, ভাউকসার, শাকপুর ও আদ্রা ইউনিয়ন বিএনপির নেতৃত্ববৃন্দকে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় জাকারিয়া তাহের বলেন তৃণমূল সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। সবাই সবার জায়গা থেকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কায়সার আলম সেলিম, সদস্য সচিব সৈয়দ জহিরুল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ রেজাউল হক রেজু, মোয়াজ্জেম হোসেন কল্লোল ও মোজাম্মেল হক মজু। এছাড়াও বরুড়া উপজেলা যুবদলের আহ্বায়ক জসীম উদ্দিন পাটোয়ারীসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মত প্রকাশ করেন।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত