1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন

বরুড়ায় আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের সর্ববৃহৎ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশগ্রহণ ১,৮৫০ শিক্ষার্থীর

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে
118

ডেক্স রিপোর্ট

 

কুমিল্লার বরুড়া উপজেলায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার সর্ববৃহৎ বেসরকারি শিক্ষা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মোট ১,৮৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আবু সায়েম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— হকস্ বে’র ব্যবস্থাপনা পরিচালক ও শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ আবদুল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রাক্তন যুগ্ম সচিব বাবু মনিন্দ্র কিশোর মজুমদার, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবুল হোসেন, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক স্বপন, এছাড়াও স্থানীয় রাজনীতিবিদ, শিক্ষক নেতা, ব্যবসায়ী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এ বছর বরুড়া উপজেলার প্রায় ১৫০টির বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৪৩০ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন। শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে বলে আয়োজকরা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!