মাকসুদ আশরাফ রুহেল প্রতিনিধি
মৌলভীবাজার জেলায় গত ৩০/০৭/২০২৫ইং তা রিখ পূবালী ব্যাংক বড়লেখা শাখা হইতে ২,০০,০০০/-(দুই লক্ষ টাকা) উত্তোলন করিয়া বাড়ি যাওয়ার পথে দুপুর অনুমান ১২:৩০ ঘটিকায় ঘটনাস্থল বড়লেখা থানাধীন শিমুলিয়া সাকিনস্থ জনৈক আতাউর রহমান আতাই এর বসতবাড়ীর সম্মুখের রাস্তায় পৌছাইলে দুইটি মোটরসাইকেল যোগে ০৪জন দুষ্কৃতিকারী বাদীর মোটরসাইকেল এর গাতিরোধ করিয়া মোটরসাইকেল এর পিছনে থাকা বাদির মেয়ের গলায় দা ধরিয়া ভয়ভীতি প্রদর্শন করে বাদীর মেয়ের হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি টান দিয়া ছিনাইয়া নিয়া যায়। উক্ত ব্যাগে নগদ ২,১৬,০০০/-(দুই লক্ষ ষোল হাজার টাকা), ০১টি স্মার্ট স্যামসাং মোবাইল সেট, ০২ ভরি ওজনের ০১টি রুপার চেইন ও বাদীর স্মার্ট কার্ড ছিল। উক্ত ঘটনায় বড়লেখা থানার মামলা নং-১৭, তারিখ-৩০/০৭/২০২৫ইং, ধারা-৩৪১/৩৯২ পেনাল কোড রুজু করা হয় ।
ঘটনার পর হইতে মাননীয় পুলিশ সুপার মৌলভীবাজার, অতিরিক্তি পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক অফিসার ইনচার্জ, বড়লেখা থানা জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার সার্বিক তত্বাবধানে গত ৩০/০৭/২০২৫ইং তারিখ হইতে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ হাবিবুর রহমান, এসআই/রতন কুমার হালদার ও এসআই/সুব্রত চন্দ্র দাস এর নেতৃত্বে এএসআই/ফজলে আজিম, এএসআই/সুলতান আহমদ সঙ্গীয় ফোর্স সহ মামলার ঘটনা সংক্রান্তে ভিন্ন ভিন্ন স্থানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা, তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামীদের সনাক্ত পূর্বক গত ০১/০৮/২০২৫ইং তারিখ অভিযান পরিচালনা করিয়া শাহপরাণ থানা পুলিশের সহযোগিতায় তদন্তে প্রাপ্ত আসামী ১। সেলিম আহমদ প্রকাশ অনিক প্রকাশ বটলা সেলিম (৩৫), পিতা-মৃত চাঁনমনি আহমদ, সাং-কুলাউ, গ্রাম, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার, বর্তমান সাং-টিকরপাড়া (পীরের বাজার), থানা-শাহপরান (রহ:), এসএমপি সিলেট (ভাসমান) ও ২। সাকিব আহমদ (২৫ ), পিতা-মৃত মানিক মিয়া, এনআইডি কার্ডের ঠিকানা-মীরমহল্লা, থানা-শাহপরান (রহ:) এসএমপি সিলেট স্থায়ী ঠিকানা-টিকরপাড়া (পীরের বাজার), থানা-শাহপরান (রহ:) এসএমপি সিলেট ’দ্বয়কে সিলেট জেলার শাহপরাণ থানাধীন টিকর পাড়া (পীরের বাজার) সাকিনে আসামী সাকিব আহমদ এর বসত ঘর হইতে গত ০১/০৮/২০২৫ খ্রিঃ তারিখ রাত ০০.২০ ঘটিকায় গ্রেফতার করা হয় এবং ছিনতাই হওয়া ভিকটিম এর মালামালসহ ছিনতাইকাজে ব্যবহৃত নি¤েœাক্ত মালামাল উদ্ধার করা হয়। ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদকালে তাহারা ঘটনার কথা স্বীকার করিয়া তাহাদের সঙ্গীয় পলাতক আরো ০২ (দুই) জন আসামীর নাম ঠিকানা প্রকাশ করে। মামলার তদন্তের স্বার্থে পলাতক আসামীদের নাম ঠিকানা গোপন রাখা হইল। পলাতক আসামীদের গ্রেফতার অভিযান পরিচালনা করিয়া ০১/০৮/২০২৫ তারিখ রাত ২০.১৫ ঘটিকায় থানায় আসিয়া হাজির হন।
উদ্ধারকৃত মালামালের বর্ণনা
১। নগদ উদ্ধার-৯৯,৫০০/- (নিরানব্বই হাজার পাঁচশত টাকা)।
২। ভিকটিম এর ছিনতাই হওয়া ০১টি স্মার্ট স্যামসাং মোবাইল সেট যাহার আইএমই-১-৩৫৩৭৫৩৮০৫৪৬৬৭৮৩,
আইএমই-২- ৩৫৮১৯৬১৫৫৪৬৬৭৮৬।
৩। ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি ধারালো দা।
৪। ছিনতাই কাজে আসামীদের ব্যবহৃত একটি এপাচি আরটিআর ১৫০ সিসি মোটর সাইকেল ও Vega bolt DOT কালো রঙের ০১টি হেলমেট ।
৫। ছিনতাই কাজে আসামীদের পড়নে থাকা সবুজ রঙের টি শার্ট ও হালকা ধূসর, সাদা কালো চেক বিশিষ্ট ফুল
হাতা শার্ট।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত