রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ১৪ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সংলগ্ন কনফারেন্স কক্ষে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, ক্রেস্ট, সনদপত্র ও রজনীগন্ধার স্টিক তুলে দেন।
প্রধান অতিথি হিসেবে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান পরিচালনা কমিটি অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমরা অচিরেই স্কুলটিকে স্কুল অ্যান্ড কলেজের জন্য নির্মিত নতুন ভবনে স্থানান্তর করব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “এই বৃত্তি প্রাপ্তি তাদের ভবিষ্যৎ জীবনের স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকবে এবং আরও ভালো করতে অনুপ্রাণিত করবে। এই বৃত্তি প্রাপ্তির ফলে এলাকায় স্কুলের সুনাম ছড়িয়ে পড়বে এবং নতুন শিক্ষার্থীদের এই স্কুলের প্রতি আকৃষ্ট করবে। এই স্কুলের সকল শিক্ষার্থী বিভিন্ন ভালো ভালো জায়গায় গিয়ে সফল হবে বলে আমি আশা করছি।”
উল্লেখ্য বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (বি.কে.ডি.এ.) কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় ২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৫ জন ট্যালেন্ট ও ৯ জন সাধারণ বৃত্তিসহ মোট ১৪ জন বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ট্যালেন্টপুলে নির্বাচিত হয়েছে নার্সারির মারিয়ম, প্রথম শ্রেণির মো. মাহিব আরাফ চৌধুরী, দ্বিতীয় শ্রেণির সিনথিয়া ইসলাম সিমি, তৃতীয় শ্রেণির মুবাশশিরাতুল জান্নাত এবং পঞ্চম শ্রেণির জারীন হাদীকা। সাধারণ বৃত্তি পেয়েছে নার্সারির মো. আরিফুল ইসলাম আদীল ও জুবাইর আহমেদ রাফসান, প্রথম শ্রেণির আহনাফ আদীব, দ্বিতীয় শ্রেণির মাইশা জান্নাত তুশমি, মো. আরাফাত ইসলাম ও এস এম লাবীব রহমান, তৃতীয় শ্রেণির আনিকা ফারজানা ও আতিকা ফারহানা এবং চতুর্থ শ্রেণির তাসফিয়া হাসান ত্বোয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন। এছাড়া শিউলিমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা, শিক্ষক, অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।