1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এডভোকেট তপন বিহারি নাগ উপবৃত্তি প্রদান

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ১২ জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো এডভোকেট তপন বিহারি নাগ উপবৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার, ১০ সেপ্টেম্বর সকালে বিভাগের মুট কোর্ট কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিটি শিক্ষার্থীর হাতে ৬ হাজার টাকার চেক তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “সমাজের সচেতন একটি অংশ হিসেবে এই বিভাগের শিক্ষার্থীদের নিকট সমাজ ও দেশের কিছু চাওয়া রয়েছে। আমি আশা করি জ্ঞানার্জন করে তোমরা সমাজ ও দেশের সেই চাওয়া পূরণ করবে। সরকারের করের টাকায় তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছো। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে তোমাদের কাজ করতে হবে। তোমরা যুক্তি দিয়ে কাজ করবে, আবেগ বা উপর মহলের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে নয়। মেধার স্বাক্ষর রেখে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ও আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মো. আহসান কবীর এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. মনির আলম।

এছাড়াও অনুষ্ঠানে আইন বিতর্ক উৎসব ২০২৫ এবং দ্বিতীয় অন্তঃবিভাগ মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫ এর বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজনে সহায়তা করে বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট সোসাইটি ও আইন বিতর্ক ক্লাব।

রুবেল ইসলাম
নজরুল বিশ্ববিদ্যালয়
০১৮৪৫৫৮২৫২৯

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!