রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় ফিটনেসবিহীন বিআরটিসি বাস অপসারণ ও ঢাকাগামী বাস চালুসহ ৫ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৩ জুলাই) দুপুরে প্রথম গেট সংলগ্ন সড়কে সকল বাস আটকে দিয়ে সড়ক অবরোধ করেন তারা। আন্দোলন চলাকালে বিভিন্ন দাবি তুলে ধরে শিক্ষার্থীরা স্লোগান দেন।
দাবিসমূহ:
১. ফিটনেসবিহীন বাস দ্রুত অপসারণ ও নতুন বাস সংযোজন
২. নির্দিষ্ট সময়সীমা দিয়ে সমস্যার সমাধান
৩. পরিবহন ভাড়া যৌক্তিকভাবে সমন্বয়
৪. ঢাকাগামী বাস চালু
৫. ড্রাইভার ও হেল্পারদের প্রশিক্ষণের ব্যবস্থা
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “দীর্ঘদিন ধরে ফিটনেসবিহীন বাসে যাতায়াত করতে গিয়ে আমরা নানা ঝুঁকির মুখে পড়ছি। প্রশাসনকে বারবার জানিয়েও কার্যকর কোনো পদক্ষেপ পাইনি।”
পরবর্তীতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম ও প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান আগামী ২০ আগস্টের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন এবং উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের কাছে স্মারকলিপি জমা দেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে পরিবহনে ১৫টি বাস রয়েছে, যার মধ্যে ৬টি বিআরটিসির ভাড়ায় চালিত বাস। এসব বাসে ফিটনেসজনিত ত্রুটির কারণে শিক্ষার্থীরা প্রায়ই দুর্ঘটনার মুখে পড়ছেন। আগেও বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীরা আন্দোলনে নামতে বাধ্য হন।
এদিকে দাবি পূরণে আশ্বাস দেওয়া হলেও শিক্ষার্থীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে তারা আবারও কঠোর আন্দোলনে যাবেন।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত