রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়ঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০ তলা ছাত্র হলের ছাদ ধসে ১২ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে নির্মাণাধীন ভবনের ২য় তলার বারান্দার ঢালাই চলাকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটানায় আহতদের মধ্যে ৯ জনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং গুরুতর আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকাল থেকে ২য় তলার ঢালাইয়ের কাজ চলছিল। দুপুরে বৃষ্টি হলে কিছুক্ষণ কাজ বন্ধ থাকে। পরে পুনরায় ঢালাই শুরু হলে ছাদের সাটারিং নড়বড়ে হয়ে পড়ে এবং হঠাৎ ভেঙে ছাদসহ শ্রমিকরা নিচে পড়ে যান।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মো. রাহাত হাসান দিদার বলেন, “সাটারিংসহ সবকিছু পরিকল্পনা অনুযায়ী ছিল। দুর্ঘটনাটি মূলত বৃষ্টির কারণেই ঘটেছে।”তবে শিক্ষার্থীদের অভিযোগ, ছাদ ঢালাইয়ে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, দুর্বল সাটারিং কাঠামো, লোহার পাইপের বদলে বাঁশ ও পাটের দড়ি ব্যবহারের কারণে এ দুর্ঘটনা ঘটে। তারা সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতি এবং প্রশাসনের নজরদারির অভাবকেও দায়ী করছেন।
প্রকল্প পরিচালক সৈয়দ মোফাছিরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মিজানুর রহমান বলেন, “ঘটনার প্রকৃত কারণ ও কার গাফিলতি রয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
রুবেল ইসলাম
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০১৮৪৫৫৮২৫২৯