মোঃ শাহিদুল ইসলাম সবুজ,নজরুল বিশ্ববিদ্যালয়ঃ
জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ও পরিবেশনা বিভাগের আয়েজনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৫।
১৩ জুলাই,২০২৫ `বিশ্ব মঞ্চে মানবতার জয়গান যুদ্ধ নয়, শিল্পে হোক শান্তির সন্ধান' শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হওয়া এই আয়োজনে সঞ্চালনা করেন নাট্যকলা ও পরিবেশনা বিভাগের প্রভাষক রুদ্র সাওজাল এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাট্যকলা ও পরিবেশনা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দীন। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, Mr. Lee Jeong-hoon, Mime Actor and President of the Koera Mime Association (Korea)।
নাট্যকলা ও পরিবেশনা বিভাগের জিয়া হায়দার ল্যাবে (পুরাতন কলা ভবনের নিচ তলা) অনুষ্ঠিত হওয়া এই আয়োজনের উদ্বোধন শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ‘নাট্যকলা ও পরিবেশনা বিভাগ সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সমাজ পরিবর্তনে এই বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভক্ত সমাজকে একত্রিত ও ঐক্যবদ্ধ করতে এই পারফরমিং আর্টস একটি শক্তিশালী মাধ্যম। আমি আশা করি এই বিভাগ শুধু আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয় সারা দেশের সংস্কৃতির উন্নয়নে গুরুত্বর্পূণ অবদান রাখবে।’ তৃতীয় আন্তর্জাতিক নাট্যোৎবের সার্বিক সফলতা কামনা করে মাননীয় উপাচার্য প্রধান অতিথির বক্তব্য শেষ করেন।
উল্লেখ্য যে,৩য় আন্তর্জাতিক নাট্যোৎসবে মোট সাতটি নাটক পরিবেশিত হবে। ১৩ জুলাই বেলা ১১.৩০ মি. Lee Jeong- hoon’s Pantomime: Wall, Butterfly, Baby (Korea), দুপুর ১২.০০ ঘটিকায় Mir Lokman অভিনীত ও নির্দেশিত Chair: The Sign of Power, দুপুর ১২.৩০ মি. Mahabub Alam অভিনীত ও নির্দেশিত Guantanamo Bay. ১৪ জুলাই সফ্যা ৭.৩০ মি. শাহিনুর ইসলাম নির্দেশিত Dr. Jekyll & Mr. Hyde. ১৫ জুলাই শাকিবুল হাসান নির্দেশিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস, ১৬ জুলাই সফ্যা ৭.৩০ মি. মোনালিসা রায় নির্দেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাাঙ্গদা এবং শেষ দিন।
এছাড়াও,১৭ জুলাই মানিকগঞ্জের আবুল বাশার আব্বাসী ও তাঁর দলের পরিবেশনায় মহররমের জারিগান পরিবেশিত হবে এবং ঐ দিন সন্ধ্যা ৭.১৫ মি. মানিকগঞ্জের পালাকার ও বাউল শিল্পী সাইদুর রহমান বয়াতী-কে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নাট্যজন সম্মাননা প্রদান করা হবে।
মোঃ শাহিদুল ইসলাম সবুজ
নজরুল বিশ্ববিদ্যালয়
০১৬৪২৯৫০৯৪৭
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত