রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়:
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬ কর্ণার’ উদ্বোধন করা হয়।
সোমবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের তৃতীয় তলায় কর্ণারের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
কর্ণার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “সকল অন্যায় ও দমননীতির বিরুদ্ধে ছাত্র-জনতার রক্তঝরা বিজয় আজ ইতিহাস। ‘জুলাই ৩৬ কর্ণার’ সেই ঐতিহাসিক আত্মত্যাগকে স্মরণ ও সংরক্ষণের একটি স্থায়ী নিদর্শন। আশা করি, এই কর্ণার ভবিষ্যৎ প্রজন্মের জন্য গবেষণা, চেতনা ও ঐক্যের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”
তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের মতোই জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানকেও জাতীয় চেতনার অংশ হিসেবে স্মরণ করতে হবে। যাদের কাছে এ সংক্রান্ত তথ্য, ছবি বা দলিল রয়েছে, তাদের এই কর্ণারে জমা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে যাতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।”
উদ্বোধন শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফ্তি মো. আব্দুল হাকীম। পরে অতিথিরা কর্ণারটি পরিদর্শন করেন। সেখানে জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, সংবাদ প্রতিবেদন, গ্রন্থ ও গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষিত রয়েছে।
উল্লেখ্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন ও জুলাই গণঅভ্যুত্থান উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) ড. মো. আজিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের আশপাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন উপাচার্যসহ অতিথিবৃন্দ।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত