মোহাম্মদ এমরান হোসেন রিটন তিতাস প্রতিনিধি
কুমিল্লার তিতাসে দু’পক্ষের মারামারির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে তিতাস থানা পুলিশের একটি দল সাহাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে পুলিশ ১টি বিদেশী রিভলভার ও ৬ রাউন্ড গুলি, ১টি এলজি বন্দুক, ২টি পাইপ গান, ১০টি সীসা কার্তুজ এবং ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, “মারামারির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত চলছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত