ডেক্স রিপোর্ট
দাম পুনর্নির্ধারণ এবং ডিলারদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। ঘোষণার পর বৃহস্পতিবার (আজ) সকাল থেকেই ঢাকাসহ সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রয়েছে।
এই সিদ্ধান্তের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। রাজধানীর ইব্রাহিমপুর এলাকায় ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানেই এলপিজি সিলিন্ডার নেই। দু-একটি দোকানে সীমিতসংখ্যক সিলিন্ডার পাওয়া গেলেও তা বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে।
ইব্রাহিমপুর এলাকার এলপিজি ব্যবসায়ী আরাফাত বলেন, “১২ কেজি এলপি গ্যাস ২১০০ থেকে ২৩০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। এই এলাকার কোনো দোকানেই পর্যাপ্ত গ্যাস নেই। ডিস্ট্রিবিউটর ও কোম্পানি—দুই পক্ষই দাম বাড়িয়ে দিচ্ছে। কোম্পানি থেকে যেখানে ১৩৭০ টাকার গ্যাস, সেখান থেকেই ডিস্ট্রিবিউটররা বেশি দামে আনছে। আমরাও বাধ্য হয়ে ২ হাজার টাকায় কিনছি।”
তিনি আরও জানান, “রাতে টঙ্গী থেকে সিলিন্ডার এনেছি ২১০০ টাকায়, বিক্রি করছি ২৩০০ টাকায়। আজ প্রায় কোথাও সিলিন্ডার নেই।”
এর আগে বুধবার (৭ জানুয়ারি) রাতে দেশের সব পরিবেশক ও খুচরা বিক্রেতাদের এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার নির্দেশনা দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। একই সঙ্গে সব কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে ডিলারদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবি জানান তারা।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে।
এ বিষয়ে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান বলেন,
“বৃহস্পতিবার সকাল থেকেই এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রয়েছে। আজ বিকেল ৩টায় বিইআরসির সঙ্গে আমাদের বৈঠক হওয়ার কথা। বৈঠকে দাবি মানা হলে বিক্রি শুরু হবে, না হলে বিক্রি বন্ধই থাকবে।”
চাইলে আমি
-
🔥 আরও সংক্ষিপ্ত ব্রেকিং নিউজ ভার্সন,
-
📱 ফেসবুক/ইউটিউব ক্যাপশন,
-
অথবা 📰 অনলাইন পোর্টাল স্টাইল লিড
তৈরি করে দিতে পারি।