1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

দরিদ্র এতিম উর্মী খাতুনের রাজকীয় বিয়ে ।

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ব্রাহ্মণ গ্রামে বাবা-মায়ের ফেলে যাওয়া অসহায় উর্মী খাতুনের (১৮) বিয়ে রাজকীয় আয়োজনে সম্পন্ন হয়েছে। তার পাশে দাঁড়িয়েছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত মামুন বিশ্বাস।

দশ বছর আগে বাবা-মায়ের ডিভোর্সের পর উর্মী বড় হয়েছেন তার নানার বাড়িতে। আর্থিক অনটনে যখন বিয়েটিও অনিশ্চিত হয়ে পড়ে, তখন এক আত্মীয়ের ফেসবুক পোস্ট দেখে মামুন বিশ্বাস এগিয়ে আসেন। নিজের ফেসবুক পোস্টে বিষয়টি তুলে ধরলে দেশ-বিদেশ থেকে সাড়া দিয়ে ১ লাখ ৭ হাজার টাকা সহায়তা পাঠান অনেকে।

এই টাকায় আয়োজন করা হয় একটি পূর্ণাঙ্গ বিয়ের—কনের সাজ, পোশাক, গয়না, সংসার শুরু করার সামগ্রী, এবং শতাধিক অতিথির জন্য খাবারের ব্যবস্থা করা হয়। বর জামিল খান (২২) একই গ্রামের ছেলে। এলাকাবাসীর অংশগ্রহণে পুরো গ্রাম এক মিলনমেলায় পরিণত হয়।

উর্মী বলেন, “এত বড় আয়োজনে বিয়ে হবে কখনো ভাবিনি। যারা কষ্ট করেছেন, সবাইকে ধন্যবাদ।”
মামুন বিশ্বাস জানান, ভবিষ্যতেও এমন অসহায় মেয়েদের পাশে দাঁড়ানোর ইচ্ছে আছে তার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!