1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

তিতাসে ২০ মামলার আসামি মাদক সম্রাট সাত্তার গ্রেপ্তার।

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স রিপোর্ট :-

 

কুমিল্লার তিতাসে ২০ মামলার আসামি মাদক সম্রাট সাত্তারকে (৪২) গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ। আটকের সময় তার কাছ থেকে ১’শ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বলরামপুর ইউনিয়নের বড় গাজীপুর এলাকার মাওলার পাটক্ষেতের কোনে অবস্থিত নিজের তৈরি ছোট টং ঘরের ভিতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর সাত্তার ভূঁইয়া উপজেলার বড় গাজীপুর গ্রামের মৃত খলিল ভূঁইয়ার ছেলে। তার বিরুদ্ধে ২০টি মাদকের মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানার এএসআই রাজীব কুমার সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বড় গাজীপুর চকে পাটক্ষেতের কোনে অবস্থিত ছোট টং ঘর থেকে ১’শ পিস ইয়াবা ও ১কেজি গাঁজাসহ মাদক সম্রাট সাত্তারকে আটক করা হয়।

বিষটি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যাহ বলেন,‘সাত্তার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ২০টি মাদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। শুক্রবার তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদক-অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!