তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের জিয়ারকান্দি গ্রামের মরহুম মনির হোসেন সরকার চেয়ারম্যানের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
এতে রান্নাঘর ও বসতঘর পুড়ে অন্তত ৮ থেকে ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবার। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) ভোর রাতে
ফজরের নামাযের পূর্বে তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামে সাবেক চেয়ারম্যান মরহুম মনির হোসেন সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
এবিষয়ে মরহুম মনির হোসেন সরকার চেয়ারম্যানের স্ত্রী তাহমিনা আক্তার মোবাইলে জানান আমার স্বামী কে ২০১৬ সালে হত্যার পর হতে আমি আর এলাকায় থাকিনা।
আমি ও আমার ২ ছেলে নিয়ে খুবই আতঙ্কে জীবন যাপন করতেছি। আমাদের প্রতিপক্ষরা বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছে ও আমার ছেলেদের নামে বিভিন্ন স্থানে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে প্রতিনিয়ত।
আমাদের অনুপস্থিতির সুযোগেই দুর্বত্তরা আমাদের বাড়িতে ভাংচুর ও আগুন লাগিয়ে ক্ষতি করেছে। যেহেতু এলাকায় ছিলাম না। তাই আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ হয় নি। ভবিষ্যতে অবশ্যই আইনি পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত