মোঃ শাহিদুল ইসলাম সবুজ,নজরুল বিশ্ববিদ্যালয়ঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার নাজমুল হাসান।
মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলমের নির্দেশক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, আসন্ন সিন্ডিকেটে রিপোর্ট করা সাপেক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ১১(১০) ধারায় অধিকারপ্রাপ্ত ক্ষমতাবলে মাননীয় উপাচার্য জনসংযোগ দপ্তরে খন্দকার নাজমুল হাসান, অতিরিক্ত পরিচালক-কে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে সাময়িকভাবে নিযুক্ত করেছেন।
বিধি মোতাবেক তিনি পদ সংশ্লিষ্ট আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। এই অফিস আদেশ ৮ জুলাই ২০২৫ তারিখ অপরাহ্ন থেকে কার্যকর হবে৷
মোঃ শাহিদুল ইসলাম সবুজ
নজরুল বিশ্ববিদ্যালয়
০১৬৪২৯৫০৯৪৭
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত