নাহিম হাজারী চৌদ্দগ্রাম প্রতিনিধি:-
চৌদ্দগ্রাম উপজেলায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে একজন ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর উত্তরপাড়া জামে মসজিদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিকে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ১৫ ধারায় এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। অভিযানে সহযোগিতা করেন চৌদ্দগ্রাম পৌরসভার একটি টিম ও চৌদ্দগ্রাম থানার পুলিশ সদস্যরা।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটা ও ভেকু ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত