
দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতেই আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক নানা সঙ্কটের কার্যকর সমাধান কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারই দিতে পারে। তাই রাজনৈতিক পরিবর্তন এখন সময়ের দাবি।
বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা।
আমীর খসরু বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়েই দেশে আবারো গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হবে। আন্দোলন সংগ্রাম এখনো শেষ হয়নি। নির্বাচনে জয়লাভের মধ্য দিয়েই দীর্ঘ দিনের প্রত্যাশিত বিজয় অর্জন করতে হবে। জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই এখন বাংলাদেশের মানুষের প্রধান আকাঙ্ক্ষা।
তিনি আরও বলেন, জনগণের প্রধান চাহিদা হলো— গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা এবং উৎসবমুখরভাবে ভোট দেয়ার সুযোগ নিশ্চিত করা। বিএনপি সে পথেই কাজ করছে। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সুরক্ষায় আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় তিনি উল্লেখ করেন, বিএনপি দেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়, যেখানে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও ভিন্নমতকে সম্মান করা হবে। আগামী দিনের মুক্তির সংগ্রাম শুধু রাজনৈতিক নয়; মানুষের অর্থনৈতিক মুক্তি, সামাজিক অধিকার, ভোটের অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠাও এর লক্ষ্য।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গত প্রায় ১৬ বছর গণতন্ত্রের জন্য নিরলস আন্দোলন-সংগ্রামের বিষয়ও স্মরণ করিয়ে দেন আমীর খসরু। তিনি বলেন, হাজারও নেতাকর্মী গুম-খুন, মামলা-হামলা ও নিপীড়নের শিকার হয়েছেন। তাদের ত্যাগ ও আত্মদানেই আজ গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছে।
সূত্র: বাসস