1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

কুমিল্লায় মনোনয়ন যাচাই-বাছাইয়ে বড় ধাক্কা: জামায়াত প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল।

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে
85

মোঃ জহির হোসেন

 

কুমিল্লার ১, ২ ও ৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেলসহ মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার এসব মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।
শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করা যাবে) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান।
অন্যদিকে, যাচাই-বাছাই শেষে কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন, খন্দকার মারুফ হোসেন এবং জামায়াতে ইসলামীর মনিরুজ্জামান বাহলুলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জামায়াতের নাজিম উদ্দিন মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।
এছাড়া কুমিল্লা-৩ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মনোনয়নও বৈধ ঘোষণা করেছে যাচাই-বাছাই কমিটি।
মনোনয়ন বাতিলের বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেল বলেন,
“ছোট একটি ত্রুটির কারণে আমার প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। আমরা বিষয়টি সংশোধন করে নির্ধারিত সময়ের মধ্যেই আপিল করব।”
উল্লেখ্য, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনয়নপত্রে তথ্যগত অসঙ্গতি, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি কিংবা অন্যান্য বিধিগত ত্রুটির কারণে প্রার্থীর মনোনয়ন বাতিল হতে পারে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এদিকে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।
প্রসঙ্গত, কুমিল্লা জেলার মোট ১১টি সংসদীয় আসনের মধ্যে শুক্রবার ছয়টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। বাকি পাঁচটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে আগামী শনিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!