1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

কর্ণেল আজিমের স্মরণে বণিক সমিতির শোকসভা অনুষ্ঠিত!।

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম,লাকসাম:-

 

কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জের সাবেক এমপি কর্ণেল আনোয়ারুল আজিমের স্মরণে নাগরিক শোক সভার আয়োজন করেছে দৌলতগঞ্জ বনিক সমিতি।

৩ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৩টায় স্থানীয় পৌর অডিটোরিয়ামে (জামায়াতে ইসলামী পন্থী) বনিক সমিতির সভাপতি এ্যাডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব এ.এফ.এম সোলেমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল করিম, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মোঃ আবুল বাশার,
জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক জি.এম ফারুক স্বপন,
লাকসাম পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির, হেফাজতে ইসলাম লাকসাম উপজেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ প্রমুখ।

বক্তারা বলেন, কর্ণেল আনোয়ারুল আজীম জনমানুষের নেতা ছিলেন। তার সুদক্ষ নেতৃত্বে লাকসাম-মনোহরগঞ্জে উন্নয়নের ছোঁয়া লেগেছিলো, আইনশৃঙ্খলা পরিস্থিতির অভুতপূর্ণ উন্নতি জনমনে স্বস্তির কারণ ছিল। তার জনপ্রিয়তা অতুলনীয়, তাঁর মৃত্যু অপূরনীয় ক্ষতি এই অঞ্চলের জন্য।

অনুষ্ঠানে লাকসাম দৌলতগঞ্জ বনিক সমিতির সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক কর্মীবৃন্দ, লাকসাম প্রেসক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজের গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

তাং:-০৩/০৭/২০২৫ইং।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!