1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন, একজন নিহত

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে
72

অল্পের জন্য রক্ষা পেলেন ১৯৪ পর্যটক, সম্পূর্ণ পুড়ে গেছে ‘এমভি আটলান্টিক ক্রুজ’

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার শহরের বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজের এক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে যাত্রার জন্য ঘাটে অপেক্ষারত ১৯৪ জন পর্যটক অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
শনিবার (আজ) সকাল পৌনে ৭টার দিকে কক্সবাজার সদর উপজেলার নুনিয়াছটার বিআইডব্লিউটিএ জেটি ঘাটে নোঙর করতে গিয়ে ‘এমভি আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজটিতে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো জাহাজে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, কোস্টগার্ড ও প্রশাসনের স্বেচ্ছাসেবক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়।
জাহাজমালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিদিন প্রায় দুই শতাধিক পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাতায়াত করত এমভি আটলান্টিক ক্রুজ। শনিবার সকালে যাত্রী তুলতে জেটিঘাটে ভেড়ার আগমুহূর্তে জাহাজে আগুন লাগে এবং দ্রুত পুরো জাহাজে ছড়িয়ে পড়ে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, জাহাজের একটি কক্ষ থেকে নুর কামাল (৩৫) নামের এক কর্মচারীর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রার মাত্র ১৫ মিনিট আগে জাহাজটিতে আগুন লাগে। আর কিছুক্ষণ পরে আগুন লাগলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।
ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক মো. আবদুল মান্নানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসক বলেন, বড় ধরনের বিপর্যয় থেকে পর্যটকেরা রক্ষা পেয়েছেন। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
জাহাজ পরিচালনা কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, অগ্নিকাণ্ডে জাহাজটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার সময় জাহাজে কোনো পর্যটক ছিলেন না। ওই জাহাজের যাত্রীদের বিকল্প জাহাজে করে সেন্ট মার্টিন পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!