এম কে আনোয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন এ্যাড. আজিজুর রহমান মোল্লা
মোহাম্মদ এমরান হোসেন রিটন প্রতিনিধি :-
বিএনপির স্থায়ী কমিটির সাবেক অন্যতম সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, সাবেক মন্ত্রীপরিষদ সচিব ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য, কিংবদন্তী রাজনীতিবিদ জননেতা মরহুম আলহাজ্ব এম কে আনোয়ার এর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
আজ সকালে কুমিল্লার হোমনায় তাঁর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান মোল্লা।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তাঁরা মরহুম এম কে আনোয়ারের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
জননেতা এম কে আনোয়ার ছিলেন একজন আদর্শবান, নীতিনিষ্ঠ ও দূরদর্শী রাজনীতিবিদ, যার রাজনৈতিক প্রজ্ঞা ও দেশপ্রেম আজও দলের নেতাকর্মীদের অনুপ্রেরণার উৎস হয়ে আছে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত