1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

উল্লাপাড়ায় পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা।

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

 

জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যেখানে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে বৃষ্টি দাস (১৫) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া পৌর এলাকার নেওয়ারগাছা গ্রামে। বৃষ্টি দাস তার পরিবারসহ সেখানে নুর মুহাম্মদের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় বৃষ্টি দাস উত্তীর্ণ হতে পারেনি। ফলাফল প্রকাশের পর থেকেই সে গভীর হতাশায় ভুগছিল। পরিবারের সূত্রে জানা যায়, পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট হয়ে সে খাতা পুনঃমূল্যায়নের আবেদন করে। তবে পুনঃমূল্যায়নেও ফলাফল অপরিবর্তিত থাকায় সে মানসিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়ে।

বুধবার সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা তার সাড়া না পেয়ে তার কক্ষের দরজা ভেঙে ফেলে। তখন দেখা যায়, বৃষ্টি দাস ঘরের ডাফার সাথে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

বিষয়টি উল্লাপাড়া মডেল থানাকে জানানো হলে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়।

বৃষ্টি দাসের আত্মহত্যার ঘটনা স্থানীয় এলাকায় শোকের ছায়া ফেলেছে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষার ফলে হতাশ হয়ে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি পরিবার ও শিক্ষকদের আরও মনোযোগী হতে হবে।

মর্মান্তিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষা ও সমাজকর্মীরা বলছেন, শিক্ষার্থীদের মানসিক চাপ কমানোর জন্য স্কুল-কলেজগুলোতে বিশেষ কাউন্সেলিং সেশন আয়োজন করা জরুরি।

পাশাপাশি, পরিবার গুলোকেও তাদের সন্তানদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!