ঢাকা প্রতিনিধি:
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি সাততলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের খবর পাওয়ার পর সকাল ৭টা ৫৮ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
তবে আগুন লাগার কারণ ও নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে অগ্নিকাণ্ডে ভবনের একটি অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত