1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন

ইতিহাসে প্রথম—একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট: আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা  সিইসি

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে
48

অনলাইন ডেক্স

দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ দুটি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এর আগে বুধবার বিকেলে তার ভাষণ রেকর্ড করে বিটিভি ও বাংলাদেশ বেতার।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, তফসিল ঘোষণার পরই কার্যকর হবে নির্বাচনি আচরণবিধিসহ যাবতীয় আইন ও বিধিমালা। তার ভাষ্যমতে, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন ঘিরে সব ধরনের জল্পনা-কল্পনার অবসান হবে এবং দেশ আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রক্রিয়ায় প্রবেশ করবে।

তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত হবে সাদা-কালো ব্যালট, আর গণভোটের ব্যালট হবে গোলাপি রঙের। একই দিনে দুই ধরনের ভোটগ্রহণ দেশের নির্বাচনি ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

এবারই প্রথম প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। বুধবার রাত ৮টা পর্যন্ত দুই লাখ ৯৭ হাজারের বেশি প্রবাসী অনলাইনে নিবন্ধন করেছেন বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, এবার কিছু নির্বাচনি আসনে ‘প্রতীকী’ রিটার্নিং কর্মকর্তা হিসেবে ইসির নিজস্ব কর্মকর্তাদের নিয়োগের প্রক্রিয়া চলছে। অন্যান্য আসনে আগের মতোই জেলা প্রশাসকেরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। তফসিল ঘোষণার পরই রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হবে।

একই দিনে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিপত্র জারি করবে ইসি। এতে থাকবে আগাম প্রচারসামগ্রী অপসারণ, আচরণবিধি প্রতিপালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচনি প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা। পাশাপাশি সরকারকেও পাঠানো হবে প্রয়োজনীয় চিঠিপত্র।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সরকার গঠনের এক বছর পূর্তিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। পরে জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে একই দিনে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টার ঘোষণার পরই নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে চলে।

অভিজ্ঞতাহীন অন্তর্বর্তী সরকার ও নতুন নির্বাচন কমিশনের অধীনে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট—এটি এখন দেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!