কুমিল্লা জেলা প্রতিনিধি
দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিয়েছেন তাঁর উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন। বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত এই ঐতিহাসিক জানাজায় তিনি শরিক হন।বেগম খালেদা জিয়ার জানাজাকে দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম জানাজা হিসেবে অভিহিত করা হচ্ছে। রাজধানীর রাজপথ ছাপিয়ে লাখো মানুষের এই জনসমুদ্রে কুমিল্লার গণমানুষের নেতা হাজী ইয়াছিন অংশ নিয়ে প্রিয় নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।জানাজা শেষে হাজী আমিন উর রশিদ ইয়াছিন আবেগাল্পুত হয়ে পড়েন। তিনি বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। তাঁর অভাব পূরণ হওয়ার নয়।"কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির এই আহ্বায়ক তাঁর নির্বাচনী এলাকা ও জেলা থেকে আগত হাজারো নেতাকর্মীর সাথে এই শোকের মুহূর্তে সংহতি প্রকাশ করেন।জানাজা শেষে দেশনেত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। হাজী ইয়াছিনসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ এসময় উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত