1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

অসত্য ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন জাকারিয়া তাহের সুমন।

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে
79

নিজস্ব প্রতিবেদক:

 

ন্যাশনাল ব্যাংক পিএলসি কর্তৃক “মানহা প্রিকাস্ট টেকনোলজি লিমিটেড”-এর অনুকূলে কথিত ৬৪৭ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় নিজের নাম জড়িয়ে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাকারিয়া তাহের সুমন।
এক বিবৃতিতে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে কিছু ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করছে। এসব প্রতিবেদনে তাকে অর্থ আত্মসাত ও ঋণ জালিয়াতির সঙ্গে জড়িয়ে জনমনে ভুল ধারণা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।
জাকারিয়া তাহের সুমন আরও বলেন, দীর্ঘ সময় ধরে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদ শিকদার গ্রুপ ও শিকদার পরিবারের নিয়ন্ত্রণে থাকায় ব্যাংকের পরিচালনা পর্ষদে কার্যকর জবাবদিহিতা ও গঠনমূলক আলোচনা ব্যাহত হয়। এ কারণে তিনি সহ একাধিক পরিচালক বিভিন্ন সময় বোর্ড মিটিং বর্জন করেন। তবে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষকের মধ্যস্থতায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সভাগুলোতে তিনি অনলাইনে অংশগ্রহণ করেন।
তিনি দাবি করেন, নিয়মবহির্ভূত ঋণ বিতরণ ও অডিট সংক্রান্ত অনিয়মের বিষয়ে তিনি একাধিকবার আপত্তি জানান এবং দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেন। এসব অনিয়মের কিছু অংশ ইতোমধ্যে গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে, যা জনসমক্ষে বিদ্যমান।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সংশ্লিষ্ট গোষ্ঠী দেশত্যাগ করলেও তাদের অনিয়ম ও দুর্নীতির প্রভাবে ন্যাশনাল ব্যাংকের আর্থিক কাঠামো দুর্বল হয়ে পড়ে। এর প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আফরোজা হক খান বাদী হয়ে ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরিচালক হিসেবে আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে তার নাম তালিকার ৮ নম্বরে অন্তর্ভুক্ত হয়।
তিনি স্পষ্ট করে বলেন, “আমি দুদকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আমার অবস্থান লিখিতভাবে ব্যাখ্যা করেছি। উক্ত অনিয়ম ও দুর্নীতির সঙ্গে আমার ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই।”
তবে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও কুমিল্লার কয়েকটি স্থানীয় পত্রিকা যাচাই-বাছাই ছাড়াই তাকে শিরোনাম করে অর্থ আত্মসাতের অভিযোগ উত্থাপন করেছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।
এ ধরনের অসত্য ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট গণমাধ্যম আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
— জাকারিয়া তাহের সুমন
সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি
সংসদ সদস্য পদপ্রার্থী, কুমিল্লা-৮ (বরুড়া)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!